Pakistan Train Accident: একই লাইনে দুই যাত্রীবাহী ট্রেন! পাকিস্তানের সিন্ধু প্রদেশে রেল দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৩০

Continues below advertisement

পাকিস্তানে দু'টি ট্রেনের ধাক্কা। ভয়ঙ্কর দুর্ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু। জখম বহু। সিন্ধ প্রদেশের ঘোটকি জেলার রেতি আর দাহরকি স্টেশনের মধ্যে ঘটছে এই মর্মান্তিক দুর্ঘটনা। একই লাইনে সঈদ এক্সপ্রেস ও মিল্লত এক্সপ্রেসস। ধাক্কার পরেই দু'টি ট্রেন লাইনচ্যুত হয়। এখনও অনেক যাত্রী দুমড়ে যাওয়া কামরাগুলির মধ্যে আটকে আছে বলে সন্দেহ। ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। লোহার বগি কেটে আহত যাত্রীদের উদ্ধারের কাজ চলছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram