Russia Ukraine Conflict: ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে রোমানিয়া ও হাঙ্গেরিতে বিশেষ বিমান এয়ার ইন্ডিয়ার। Bangla News

Continues below advertisement

রাশিয়ার (Russia) আগ্রাসনের জেরে ইউক্রেনে (Ukraine) আটকে পড়েছেন বহু ভারতীয় (Indians)। এই পরিস্থিতিতে নতুন নির্দেশিকা জারি করল ভারতীয় বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs)। নির্দেশিকায় বলা হয়েছে, ভারত সরকারের সঙ্গে যোগাযোগ না করে ইউক্রেনের সীমান্ত এলাকায় না যেতে। পশ্চিম ইউক্রেনে জল, খাবার ও থাকার জায়গা রয়েছে। সেখানে থাকাই আপাতত নিরাপদ। যারা পূর্ব ইউক্রেনে রয়েছেন, তাঁদের বাড়ির ভিতর অথবা শেল্টারে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে কিভের (Kyiv) ভারতীয় দূতাবাসের (Indian Embassy) সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েছে বিদেশ মন্ত্রক। অন্যদিকে, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে রোমানিয়া (Romania) ও হাঙ্গেরিতে (Hungary) বিশেষ বিমান পাঠাচ্ছে এয়ার ইন্ডিয়া (Air India)। পোল্যান্ড (Poland) দিয়েও ভারতীয়দের দেশে ফেরানোর চেষ্টা চলছে। ইউক্রেনের আকাশপথ বন্ধ। ফলে ভারত থেকে সরাসরি বিমান ইউক্রেনে যেতে পারছে না। সেই কারণে রোমানিয়া, হাঙ্গেরি ও পোল্যান্ড দিয়ে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram