Russia Ukraine Conflict: 'আলোচনাতেই থামবে যুদ্ধ', রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বার্তা ভারতের। Bangla News
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় (United Nations General Assembly) রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russian-Ukraine War) বন্ধ করে আলোচনার পথে ফেরার বার্তা দিল ভারত (India)। ইউক্রেন ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ১১তম জরুরি বিশেষ অধিবেশনে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি বলেন, ভারতের ধারাবাহিক অবস্থান, বিবাদের শান্তিপূর্ণ নিষ্পত্তি। আমরা বিশ্বাস করি, কূটনৈতিক পথে ফেরা ছাড়া আর কোনও বিকল্প নেই। ইউক্রেনে এখনও অনেক ভারতীয় আটকে আছেন। তাঁদের অবিলম্বে এবং জরুরি ভিত্তিতে ফিরিয়ে আনার জন্য ভারত সবরকম চেষ্টা করছে। এই গুরুত্বপূর্ণ মানবিক সঙ্কটের অবিলম্বে সমাধান হওয়া উচিত। একইসঙ্গে ভারতীয় নাগরিকদের জন্য সীমান্ত খুলে দেওয়া তাঁদের উদ্ধারের সুযোগ দেওয়ার জন্য ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিকে ধন্যবাদ জানান রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী রাষ্ট্রদূত। এ ব্যাপারে ভারত প্রতিবেশী ও উন্নয়নশীল দেশগুলিকে সাহায্যও করতে প্রস্তুত বলে তিনি জানান।