Ukraine Crisis: কখনও পায়ে হেঁটে, কখনও রেলপথে খারকিভ থেকে বেরিয়ে আসতে মরিয়া ভারতীয় পড়ুয়ারা । Bangla News

Continues below advertisement

ইউক্রেনে ক্রমাগত চলছে রুশ আগ্রাসন। খারকিভে রুশ হামলা শুরু হওয়ার পরই ভারতীয় দূতাবাস থেকে সমস্ত ভারতীয় পড়ুয়াদের সেখান থেকে বেরোনোর নির্দেশ দেওয়া হয়। কিছু পড়ুয়া খারকিভ থেকে রেলপথে বাকিরা হেঁটে লিভ শহরে পৌঁছেছে। এক ছাত্রী জানান, ইউক্রেনিয়ার রেলপথে প্রথম সু‌যোগ পাচ্ছেন রাশীয়ান ও ইউক্রেনিয়ান নাগরিকরা, এরপরে উঠতে পারছেন শুধুমাত্র ভারতীয় ছাত্রীরা। ফলে বহুক্ষেত্রে সহপাঠীদের ছেড়ে আসতে হচ্ছে তাদের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram