Ukraine Russia Conflict: ইউক্রেন দখলে বাড়ছে রুশ আগ্রাসন, মাইকোলেভে পরপর ক্ষেপণাস্ত্র হামলা | Bangla News
ইউক্রেন (Ukraine) দখলে মরিয়া রাশিয়া। লাগাতার হামলা। মাইকোলেভে সকাল থেকে পরপর ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। ভিডিও প্রকাশ করে ওডেসা বন্দরের কাছে সমুদ্র থেকে মিসাইল ছোড়ার অভিযোগ তোলে ইউক্রেন। খারকিভে বহুতলে গোলাবর্ষণের জেরে আগুন লেগে যায়। নিকোলেভেও আকাশপথে হামলা চালায় রুশ সেনা। প্রত্যাঘাত করে ইউক্রেনও। কিভে রুশ ট্যাঙ্ক লক্ষ্য করে গুলি চালায় ইউক্রেনীয় সেনা। লুহানস্কে লাগাতার গোলাবর্ষণে তেলের ডিপোয় আগুন লেগে যায়। ইউক্রেনের দাবি, যুদ্ধে এ পর্যন্ত ৩৮ জন শিশুর মৃত্যু হয়েছে। ৭১ জন শিশু আহত। পরিস্থিতি নিয়ে এদিন পুতিন, জেলেনস্কি-দু’দেশের প্রেসিডেন্টের সঙ্গেই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে মধ্যস্থতা করতে আগ্রহী চিনও। এর মধ্যেই
ফরাসি প্রেসিডেন্টের অনুরোধে সাড়া দিয়ে ইউক্রেনের চারটি শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। তৃতীয়বারের জন্য সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা। ভারতীয় সময় বেলা সাড়ে ১২টা থেকে কিভ, খারকিভ, মারিউপোল ও সুমি শহরে যুদ্ধবিরতি।