Zero Shadow Day: আজ জিরো শ্যাডো ডে অর্থাৎ শূন্য ছায়া দিবস
আজগুবি নয়, আজগুবি নয়, সত্যিকারের কথা।
ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হল ব্যথা!
সুকুমার রায় তাঁর ছায়াবাজি কবিতায় লিখেছিলেন এই পংক্তি।
তবে আজ ভরদুপুরে যুদ্ধ করেও দেখা মিলবে না ছায়ার। বরং কিছুক্ষণের জন্য উধাও হবে সে। সেই বিরল মুহূর্তের সাক্ষী থাকবে কলকাতা। আজ জিরো শ্যাডো ডে অর্থাৎ শূন্য ছায়া দিবস।
যাঁরা পৃথিবীতে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মধ্যে বাস করেন তাঁরা বছরে দু’ বার জিরো শ্যাডো ডে উপভোগ করতে পারেন।
এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হল, ভৌগলিক বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দিনে ঠিক দুপুরবেলা সূর্য একেবারে মাথার ওপর আসে কয়েক মুহূর্তের জন্য। এর ফলে কোনও বস্তু বা ব্যক্তির ছায়া পড়ে না। কলকাতার নিরিখে আজ ৫ জুন এই জিরো শ্যাডো ডে বা শূন্য ছায়া দিবস। বেলা ১১টা ৩৪ মিনিটে যে কোনও বস্তু বা ব্যক্তির ছায়া কয়েক মুহূর্তের জন্য উধাও হয়ে যাবে। এই ঘটনাটি আবার ঘটবে জুলাই মাসের ৭ তারিখে। সেদিনও দুপুরবেলা কিছুক্ষণের জন্য কোনও বস্তু বা ব্যক্তির ছায়া উধাও হয়ে যাবে। এই ঘটনাটি ঘটে যেহেতু পৃথিবী যে অক্ষের ওপর ভর করে সূর্যের চারদিকে ঘুরছে ও যে অক্ষের ওপর নিজের চারদিকে ২৪ ঘণ্টায় পাক খাচ্ছে, এই দুটি অক্ষ পরস্পরের থেকে সাড়ে ২৩ ডিগ্রি হেলানো বলে। ২২ ডিসেম্বর থেকে শুরু করে মকরক্রান্তি রেখা থেকে আস্তে আস্তে প্রতিদিন সূর্য ঠিক মাথার ওপর আসে দুপুরবেলা। একে সূর্যের উত্তরায়ণ বলে। ২০ বা ২১ জুন থেকে শুরু হয় সূর্যের দক্ষিণায়ন। সেইদিন থেকে কর্কটক্রান্তি রেখার দক্ষিণ দিকে ধীরে ধীরে সূর্য একেকটি জায়গায় দুপুরবেলা মাথার উপর আসে কিছুক্ষণের জন্য। তাই উত্তরায়ণের একটি দিন ও দক্ষিণায়নের একটি দিন জিরো শ্যাডো ডে বলে পরিচিত।