Chhath Puja 2024: ছট পুজোয় কার পুজো ? চার দিনে কী কী নিয়ম ? ABP LIVE Exclusive

ABP Ananda LIVE: ছট পুজোর উৎপত্তি, ইতিহাস নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। মূলত, সমস্ত শক্তির উৎস সূর্যদেবের আরাধনাই ছট পুজো বলে পরিচিত। এই উৎসব বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, নেপালের কিছু অঞ্চলের পাশাপাশি পশ্চিমবঙ্গেও পালিত হয়ে থাকে। এছাড়াও হিন্দিভাষাভাষী মানুষের বসবাস যেখানে, ছটপুজো উপলক্ষে উন্মাদনা লক্ষ্য করা যায় সেখানেও। সাধারণত অক্টোবর বা নভেম্বর মাসে এই উৎসব পালিত হয়। কার্তিক মাসের শুক্লপক্ষ - ছট পুজো বা ছট উৎসব উদযাপনের তিথি। ছট উৎসবের প্রধান দেবতা সূর্য। বিশ্বাস, বনবাস থেকে ফেরার সময় শ্রীরামচন্দ্র সূর্যদেবের উদ্দেশ্যে পূজা করেন। আর তখন থেকেই ছটপুজোর সূচনা হয়। রামায়ণ ছাড়াও মহাভারতের উল্লেখও করেন কেউ কেউ। কর্ণ সূর্যপূজা করে দরিদ্রদের দান করেন আর রাজ্য ফিরে পেতে পঞ্চপাণ্ডব সূর্যপূজা করেছিলেন বলে উল্লেখ। মনে করা হয়, ছট অর্থাৎ সূর্যের রশ্মি সমস্ত সুখ-সমৃদ্ধির উৎস। তাই ছটপূজায় সূর্যের উপাসনার পাশাপাশি ছটি মাইয়ার উদ্দেশে পূজা করেন ভক্তরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola