ISRO Solar Mission: আজ PSLV-C57 রকেটে চেপে সূর্যের উদ্দেশে পাড়ি দেবে আদিত্য L-1। ABP Ananda Live
Continues below advertisement
আরও এক মাহেন্দ্রক্ষণের সামনে দেশ। আর কিছুক্ষণ পরেই PSLV-C57 রকেটে চেপে সূর্যের উদ্দেশে পাড়ি দেবে আদিত্য L-1। এই প্রথম নয়, এর আগে আরও ৪০ বার এই ধরনের সূর্য অভিযান হয়েছে। তবে ভারতের এটাই প্রথম মিশন সান। সূর্য ও পৃথিবীর মাঝে ল্যাগরেঞ্জ পয়েন্ট L1-এ অবস্থান করবে আদিত্য। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই পয়েন্ট থেকে সূর্যকে গ্রহণ-হীনভাবে দেখা যাবে। পরীক্ষা চলবে পাঁচ বছর ধরে। কী কী জানা যাবে ভারতের এই সূর্য অভিযানে। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যকে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী।
Continues below advertisement
Tags :
Chandrayaan 3 ISRO Aditya L1 Chandrayaan 3 Moon Landing ISRO Solar Mission Aditya L1 Mission ISRO Aditya-L1 Mission Aditya-L1 Mission Live Aditya-L1 Aditya-L1 Mission Lunch Aditya-L1 Mission Lunch Date Aditya-L1 Mission News