Aditya L1: আজ শ্রীহরিকোটা থেকে PSLV-C57 রকেটে চেপে সূর্যের উদ্দেশে পাড়ি দেবে Aditya L1। ABP Ananda Live
Continues below advertisement
আর মাত্র কয়েক ঘণ্টা। সকাল ১১টা ৫০ মিনিটে, শ্রীহরিকোটা থেকে PSLV-C57 রকেটে চেপে সূর্যের উদ্দেশে পাড়ি দেবে Aditya L1. সূর্য ও পৃথিবীর মাঝে ল্যাগরেঞ্জ পয়েন্ট L1-এ অবস্থান করবে আদিত্য। পরীক্ষা চালাবে ৫ বছর ধরে।
Continues below advertisement