Aditya-L1 Mission: সূর্যের দিকে পাড়ি দিল ইসরো-র আদিত্য L-1. সকাল ১১টা ৫০-এ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণ। ABP Ananda Live
Continues below advertisement
সূর্যের দিকে পাড়ি দিল ইসরো-র আদিত্য L-1. সকাল ১১টা ৫০-এ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণ। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল বা PSLV-C57 রকেটে চেপে উড়ে গেল আদিত্য। সময় লাগবে ১২৫ দিন। পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে একটি হ্যালো কক্ষপথে অবস্থান করবে আদিত্য। এই প্রথম নয়, এর আগে আরও ৪০ বার এই ধরনের সূর্য অভিযান হয়েছে। তবে ভারতের এটাই প্রথম মিশন সান। সূর্য ও পৃথিবীর মাঝে ল্যাগরেঞ্জ পয়েন্ট L1-এ অবস্থান করবে আদিত্য। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই পয়েন্ট থেকে সূর্যকে গ্রহণ-হীনভাবে দেখা যাবে।
Continues below advertisement
Tags :
Chandrayaan 3 ISRO Aditya L1 Chandrayaan 3 Moon Landing ISRO Solar Mission Aditya L1 Mission ISRO Aditya-L1 Mission Aditya-L1 Mission Live Aditya-L1 Aditya-L1 Mission Lunch Aditya-L1 Mission Lunch Date Aditya-L1 Mission News