Aditya L1 : উৎক্ষেপনের পর কীভাবে এগোচ্ছে আদিত্য L1? সূর্য-সম্পর্কে কী কী খোঁজ আনবে?

Continues below advertisement

চন্দ্রযানের (Chandrayaan) পর শনিবার ফের সাফল্য দেখল ইসরো (ISRO)। শ্রীহরিকোটা থেকে সফলভাবে সূর্যের উদ্দেশে পাড়ি দিল আদিত্য এল ওয়ান (Aditya-L1)। সকাল ১১ট ৫০ মিনিটে পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে সূর্য সফরে (Sun Mission) পাড়ি দিয়েছে আদিত্য। এটিই ভারতের প্রথম সৌর অভিযান। ইসরোর তরফে জানান হয়েছে, উৎক্ষেপণের পর এখনও পর্যন্ত সব ধাপই সফলভাবে পেরিয়েছে আদিত্য। 

শেষ আপডেট অনুযায়ী, আদিত্য এল-ওয়ান শক্তি উৎপাদনের কাজটিও ঠিকমতো শুরু করে দিয়েছে। সোলার প্যানেলগুলিও সঠিকভাবে কাজ শুরু করে দিয়েছে। সোলার প্যানেলের মাধ্যমেই শক্তি সঞ্চয় করে নিজের কাজ চালাবে আদিত্য। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram