
NASA News: থাকার কথা ছিল আটদিন, কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে মহাকাশে থাকতে হল ন-মাস!
ABP Ananda Live: থাকার কথা ছিল আটদিন, কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে মহাকাশে থাকতে হল ন-মাস! এতগুলো দিন কীভাবে কাটল সুনীতাদের?(দুহাজার তেরো সালের দোসরা এপ্রিল, সুনীতা যখন এবিপি আনন্দকে একান্ত সাক্ষাৎকার দিয়েছিলেন, তখন সুনীতার কাছে প্রশ্ন করা হয়েছিল, আপনি খেলাধুলো খুব ভালবাসেন, তো আপনি যদি কোনও ক্রীড়াবিদকে মহাকাশে নিয়ে যেতে পারেন, তাহলে কাকে নিয়ে যাবেন? উত্তরে সুনীতা বলেছিলেন, ''এর উত্তর দেওয়া খুব কঠিন। এটা তোমার উপর নির্ভর করে জানো। যেমনটা আমি আগে মজা করে বলছিলাম, তুমি খুব লম্বা হতে পারবে না, তুমি খুব ছোট হতে পারবে না। তোমাকে মহাকাশযানের পাশাপাশি স্পেসস্যুটেও ফিট হতে হবে। যাতে সে মহাকাশে হাঁটতে পারে। তাই দীর্ঘ সময় হাঁটাচলা করা বা ধৈর্য ধরে কাজ করতে পারা, তারাই স্পেস ওয়াকের জন্য উপযুক্ত। যাঁরা সাঁতার কাটতে পছন্দ করেন অথবা দৌড়াতে পছন্দ করে বা ট্রায়াথলনে পারদর্শী এরকম কেউ। আমি নিশ্চিত নই। সারা বিশ্বে প্রচুর ভাল ভাল অ্যাথলিট রয়েছেন। আমরা মহাকাশ থেকে অলিম্পিক্স চলার সময় তাঁদের দেখেছি। তাই যে কাউকেই আমরা নিতে পারি। সাইন আপ করুন এবং আমরা দেখব সঠিক কাউকে পেয়েছি কিনা।''