Sunita Williams: উৎকণ্ঠার অবসান, ন'মাসের বন্দিদশা কাটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামসরা

ABP Ananda Live: উৎকণ্ঠার অবসান। ন'মাসের বন্দিদশা কাটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামসরা। ২০২৪-এর ৫ জুন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেছিলেন সুনীতা ও তাঁর সঙ্গী নভশ্চর বুচ উইলমোর। যে মহাকাশযানে চড়ে গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায়, ৮ দিনের জন্য গিয়ে মহাশূন্যে আটকে ছিলেন ২৮৬ দিন ধরে। অবশেষে ৯ মাস পর, ইলন মাস্কের স্পেস X-এর ড্রাগন যানে চেপে মহাকাশ থেকে পৃথিবীতে ফেরা। ভারতীয় সময় রাত ৩টে ২৭ মিনিটে আমেরিকার ফ্লোরিডা উপকূলে আটলান্টিক সাগরে সেফ ল্যান্ডিং। ক্যাপসুলের গায়ে দড়ি বেঁধে হাইড্রলিক আর্মের সাহায্যে মার্কিন নৌ বাহিনীর জাহাজে তোলা হয়। জাহাজেই খোলা হয় ক্যাপসুলের হ্যাচ। বিশেষ চেয়ারে ক্যাপসুল থেকে প্রথমে বের করা হয় নভশ্চর নিক হেগকে। এরপর আলেকজান্ডার গর্বুনভ, সুনীতা উইলিয়ামস এবং সবশেষে বের করা হয় সুনীতার মহাকাশ-সহচর বুচ উইলমোরকে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola