ABP Exclusive। উদাহরণ তৈরি করছেন কিংবদন্তি Sunil Chhetri, অজানা প্রতিপক্ষই কাঁটা ভারতের । Football News

Continues below advertisement

ইন্টারকন্টিনেন্টাল কাপে (Intercontinental Cup 2023) সোমবার ভারতের সামনে ভানুয়াটু (India vs Vanuatu)। সিনিয়র পর্বে যাদের সঙ্গে কখনও খেলেনি ভারত। জিতলে ফাইনালের টিকিট কার্যত নিশ্চিত ব্লু টাইগার্সের (Blue Tigers)। তবে অজানা প্রতিপক্ষ নিয়ে চিন্তিত অনেকে। অনূর্ধ্ব ১৯ পর্বে অবশ্য ভানুয়াটুকে ২-০ গোলে হারানোর অভিজ্ঞতা রয়েছে আকাশ মিশ্রদের (Akash Mishra)। দলকে আগলে রেখেছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। মাঠে ও মাঠের বাইরে তিনিই ভারতের (Indian Football Team) সেরা সম্পদ। আটত্রিশেও যিনি প্রমাণ করে চলেছেন, বয়স নেহাত একটা সংখ্যা

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram