ABP Exclusive: দৃষ্টিহীন, কাঁটা দারিদ্রও, ফুটবলে বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে ইংল্যান্ডে যাচ্ছেন ২ বঙ্গকন্যা
Continues below advertisement
তাঁদের জীবনে আলোর রোশনাই নেই। সঙ্গীতা মেট্যা (Sangita Metya) ও প্রতিমা ঘোষ (Pratima Ghosh)। দৃষ্টিহীন (Visually Challenged) দুই বঙ্গকন্যা। কিন্তু আঁধারঘেরা (Blind) জীবনেও রঙিন সংকল্প। স্বপ্ন দেখছেন বিশ্বজয়ের। দৃষ্টিহীন মহিলাদের ফুটবল বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারতীয় দলে (Indian Football Team) সুযোগ পেয়েছেন। দুই দরিদ্র কন্যা উড়ে যাবেন ইংল্যান্ডের (England) বার্মিংহামে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার শপথ নিয়ে। অভাব-অনটন হোক বা শারীরিক প্রতিবন্ধকতা, সবেতেই অদম্য দুই বঙ্গতনয়া। সাহসে ভর করে বার্তা দিচ্ছেন, চোখের আলো না থাকা মানেই জীবন অন্ধকার নয়। লক্ষ্যে অবিচল থাকলে জয় নিশ্চিত...
Continues below advertisement
Tags :
Football Sports Sports News Pratima Ghosh FIFA AIFF Football News Sangita Metya Blind Football