T-20 World Cup: ১৭ বছরের শাপমুক্তি! ২০১১-এর পর ফের বিশ্বজয়ী টিম ইন্ডিয়া | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: ১৭ বছরের শাপমুক্তি! ২০১১-এর পর ফের বিশ্বজয়ী টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকাকে ..... রানে উড়িয়ে টি২০ বিশ্বকাপ জয় রোহিতের ভারতের। গুরু দ্রবিড়কে গুরুদক্ষিণা রোহিত ব্রিগেডের। বিরাটের ব্যাট ও শেষ মুহূর্তে বুমরাহ, হার্দিক, অর্শদীপের অসাধারণ বোলিংয়ে জয়। এদিন টসে জিতে ব্যাটিং নেয় ভারত। কিন্তু শুরুতেই রোহিত কে হারায় তারা। তবে ইনিংসের হাল ধর লেন বিরাট। বিরাটের স্থিতধী ৭৬, অক্সরের ঝোড়ো ৪৭ ও শিবম দুবের ২৭ রানের ক্যামিওর জোরেই শেষ পর্যন্ত ১৭৬ এ পৌঁছয় ভারতের ইনিংস। প্রোটিয়া ইনিংসে প্রথমেই হেনড্রিক্সকে তুলে নেন বুমরাহ। অর্শদীপের শিকার মার্করাম। পাল্টা লড়াই দেন ডি কক  ও স্টাবস্। ৩১ রানে স্টাবস্ কে তুলে নেন অক্সর। ভয়ঙ্কর হয়ে ওঠা ডি কক কেও ৩৯ রানের মাথায় ফেরালেন অর্শদীপ। কিন্তু তারপরই ক্লাসেন ও মিলারের রুদ্রমূর্তি। গুরুত্বপূর্ণ মুহূর্তে হার্দিকের শিকার মিলার। কিন্তু শেষবেলায় বুমরাহর অনবদ্য স্পেল থামিয়ে দিল প্রোটিয়া ঝড়। নিজের শেষ ওভারে তুলে নেন জ্যানসেন কে। টানটান থ্রিলার। শেষ মুহূর্ত পর্যন্ত ঘুরেছে ম্যাচের পাল্লা। শেষ ওভারে সূর্যর অলৌকিক ক্যাচে ফিরলেন কিলার মিলার। বাজিমাত রোহিতদের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram