Anirban Lahiri: প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপে রানার্স, ইতিহাস গড়লেন বাঙালি গলফার।Bangla News

Continues below advertisement

গলফে ঐতিহাসিক নজির গড়লেন অনির্বাণ লাহিড়ি (Anirban Lahiri)। বিশ্বে সবথেকে বেশি পুরস্কারমূল্যের প্রতিযোগিতা, আমেরিকার প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপে রানার্স হয়েছেন তিনি। একটি স্ট্রোকের জন্য সেরার ট্রফি তাঁর হাতছাড়া হয়েছে। অস্ট্রেলিয়ার ক্যামেরন স্মিথ চ্যাম্পিয়ন হয়েছেন ১৫০ কোটি টাকা পুরস্কারমূল্যের এই প্রতিযোগিতায়। অনির্বাণ পেয়েছেন প্রায় ১৬ কোটি টাকারও বেশি। টেনিসে নাদাল, ফেডেরাররা গ্র্যান্ড স্ল্যাম জিতলে যে টাকা পান, এই অর্থ প্রায় তার সমতুল্য। এর আগে এই প্রতিযোগিতায় টাইগার উডস, গ্রেগ নর্ম্যানের মতো গলফাররা চ্যাম্পিয়ন হয়েছেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram