‘লকডাউনে শুধু অনুষ্কার বোলিংয়েই অনুশীলন বিরাটের’ গাওস্করের মন্তব্যে ঝড়, শাণিত জবাব কোহলি-ঘরণীর

লকডাউনে শুধু অনুষ্কার বোলিংয়েই অনুশীলন বিরাটের।’ বিরাটের পারফরমেন্স নিয়ে গাওস্করের মন্তব্যে ঝড়। ‘কুরুচিপূর্ণ মন্তব্য’, পাল্টা অনুষ্কা। ‘বিরাটকে অনুষ্কার বোলিংয়ের ছবি দেখেই মন্তব্য’, অভিযোগ অস্বীকার করে দাবি গাওস্করের।

বিরাট-অনুষ্কাকে নিয়ে সুনীল গাওস্করের মন্তব্যে এদিন সোশ্যাল মিডিয়ায় ঝড়। ক্রিকেট গ্রহে শোরগোল। পাল্টা ট্যুইট অনুষ্কারও। শেষ পর্যন্ত আত্মপক্ষ সমর্থনে এই ভাইরাল ভিডিওর প্রসঙ্গই টানলেন গাওস্কর।

আইপিএল বিশেষ ভাল যাচ্ছে না বিরাট কোহলির। আরসিবির দু’টি ম্যাচে তাঁর স্কোর যথাক্রমে ১৪ ও ১। তার উপর, পঞ্জাব ম্যাচে দু-দুটি ক্যাচ ফস্কানোয় রীতিমত সমালোচনার মুখে আরসিবি ক্যাপ্টেন।


সোশ্যাল মিডিয়ায় শোরগোল। ক্রিকেটমহলে নিন্দার ঝড়। ক্ষোভ উগরে দিয়েছেন বিরাটের স্ত্রী অনুষ্কাও। ট্যুইটারে গাওস্করের উদ্দেশে তাঁর বার্তা,


‘অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন আপনি। ম্যাচে স্বামীর পারফরমেন্সের জন্য তাঁর স্ত্রীকে কেন দায়ী করা হবে বলতে পারেন? এতদিন ধরে ক্রিকেটের ধারাভাষ্য করছেন। আমি নিশ্চিত সমস্ত ক্রিকেটারের ব্যক্তিগত জীবনকে সম্মান করে এসেছেন আপনি। তাহলে সেই সম্মান আমরা কেন পাব না?’


বিরাট-মন্তব্যের প্রতিবাদে গাওস্করকে অনুষ্কার পাল্টা, আত্মপক্ষ সমর্থনে ভাইরাল ভিডিওর প্রসঙ্গ টানলেন সানি

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola