Eden Fire:ইডেনের ১ তলার অ্য়াওয়ে ড্রেসিংরুমের স্টিম রুমে আগুন, আধঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে।ABP Ananda LIVE
Continues below advertisement
বুধবার রাত ১২টার কিছু আগে ইডেনের ১ তলার অ্য়াওয়ে ড্রেসিংরুমের স্টিম রুমে আগুন লাগে। সংস্কারের কাজে নিযুক্ত কর্মীরা আগুন দেখতে পেয়ে নিরাপত্তা রক্ষীেদর খবর দেয়। দমকলের ২ টি ইঞ্জিন এসে আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফলস সিলিং সহ অন্য়ান্য় কিছু জিনিসপত্র ক্ষতিগ্রস্থ হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।
Continues below advertisement