চিনা পণ্য বয়কট করলেও আর্থিক ক্ষতি হবে না বিসিসিআইয়ের, দাবি কোষাধ্যক্ষ অরুণ ধুমলের
চিনা পণ্যের বয়কটের আবহে আর্থিক ক্ষতি বিসিসিআইয়ের। ক্রিকেট বোর্ড চিনা সংস্থাকে কোনও টাকা দেয় না, উল্টে তাদের থেকে বিজ্ঞাপন বাবদ টাকা পায়। চিনা পণ্য বয়কট করলেও চুক্তি অনুযায়ী বোর্ডকে টাকা দিতে বাধ্য তারা। এবিপি আনন্দকে প্রতিক্রিয়া বিসিসিআই কোষাধ্যক্ষ অরুন ধুমালের।