৩ মাস পর ইংল্যান্ডে ফিরল ফুটবল! আর্সেনালকে ৩-০-য় উড়িয়ে দিল পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি
Continues below advertisement
করোনা আতঙ্কের তিন মাস পর অবশেষে ফুটবল ফিরল ইংল্যান্ডে। প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালকে ৩-০-য় উড়িয়ে দিল পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি। সিটির হয়ে তিন গোল রহিম স্টার্লিং, কেভিন দি ব্রুইন, ফিল ফোডেনের। ম্যাচে লাল কার্ড দেখেন আর্সেনালের ব্রাজিলিয় ডিফেন্ডার দাভিদ লুইস। ম্যাচ চলাকালীন গুরুতর আহত হন সিটির ডিফেন্ডার গার্সিয়া।
Continues below advertisement
Tags :
English Premiere League EPL Manchester City Arsenal Sports Football England Abp Ananda Covid-19