Copa America Final: মেসির সাফল্যে খুশি মেহতাব, ২০২২ বিশ্বকাপে আত্মবিশ্বাসের দিক দিয়ে এগিয়ে গেল আর্জেন্তিনা, মত দীপেন্দুর

Continues below advertisement

ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্তিনা। ফাইনালে ২২ মিনিটে অ্যাঞ্জেল দি মারিয়ার (Di Maria) দুরন্ত গোলে জয় আর্জেন্তিনার। দুরন্ত পারফরম্যান্স লিওনেল মেসিরও। ২৮ বছরের খরা কাটিয়ে স্বপ্নপূরণ। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন মেসির আর্জেন্তিনা। ১৯৯৩ সালের পর এবারই প্রথম কোপা আমেরিকা জিতল আর্জেন্তিনা। দেশের হয়ে প্রথম ট্রফি মেসির (Lionel Messi)। ১৫ বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে উরুগুয়ের রেকর্ড স্পর্শ করল আর্জেন্তিনা। আর্জেন্তিনার এই জয় প্রসঙ্গে প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন বলেন, “আমি প্রথম থেকেই বলে আসছিলাম এবারের খেলা কোচেদের অস্তিত্বের লড়াই। ব্রাজিল খেলার সুযোগই পায়নি। মেসির এই সাফল্যে আমি খুব খুশি। দি মারিয়ার গোলটি অসামান্য।“

অপর এক প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস বলেন, “মেসির কেরিয়ারে এতদিন আন্তর্জাতিক ট্রফি ছিল না। কোপা আমেরিকা জিতে মেসির স্বপ্নপূরণ হল। ২০২২ সালের বিশ্বকাপ হয়তো তাঁর শেষ বিশ্বকাপ। আজকের এই জয় নিঃসন্দেহে আর্জেন্তিনা দলটিকে আত্মবিশ্বাসের দিক দিয়ে অনেকটাই এগিয়ে রাখবে।“    

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram