Asia Cup । সৌরভ-সচিনদের ২৩ বছরের অভিশাপ কাটল সিরাজ়ের আগুনে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়া সেরা ভারত
Continues below advertisement
মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে এক ওভারে নিলেন ৪ উইকেট। ৩ ওভারে এক উইকেটে ৮ রান থেকে ৪ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর দাঁড়াল ১২ রানে ৫ উইকেট (Ind vs SL)। ম্যাচের ভাগ্য যেন তখনই লেখা হয়ে গেল। শেষ পর্যন্ত ২১ রানে ৬ উইকেট নেন সিরাজ়। Sri Lanka অল আউট ৫০ রানে। ২০০০ সালে শারজায় ৫৪ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। সেই যন্ত্রণা থেকে মুক্তি মিলল কলম্বোয়। রান তাড়া করতে নেমে মাত্র ৬ ওভার ১ বলে কোনও উইকেট না হারিয়ে লক্ষ্যপূরণ করে ভারত (Indian Cricket Team)। অষ্টমবারের জন্য এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল টিম ইন্ডিয়া (Team India)। ম্যাচের সেরা হয়েছেন সিরাজ়। টুর্নামেন্টের সেরা কুলদীপ যাদব (Kuldeep Yadav)।
Continues below advertisement
Tags :
Rohit Sharma Mohammed Siraj Sri Lanka Cricket Dasun Shanaka BCCI Asia Cup Final India Vs Sri Lanka Ind Vs SL Asia Cup 2023