IND vs BAN: ব্যাটে-বলে দুরন্ত অশ্বিন, ২৮০ রানে বাংলাদেশকে হারিয়ে সিরিজে এগোল ভারত

Continues below advertisement

চেন্নাইয়ে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়ে দুই টেস্ট ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। যে জয়ের নায়ক আর অশ্বিন। ঘরের মাঠে যিনি ভারতের প্রথম ইনিংসে ব্যাট হাতে ত্রাতা। তাঁর সেঞ্চুরিই বাংলাদেশকে পাল্টা কোণঠাসা করে দিয়েছিল। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ত্রাস  হয়ে উঠলেন বোলার অশ্বিন। চেন্নাইয়ের এম এ চিদম্বরম মাঠ যাঁর কাছে হাতের তালুর মতো। চেনেন প্রতিটি ইঞ্চি। দ্বিতীয় ইনিংসে বল হাতে ৮৮ রানে ৬ উইকেট নিলেন। ৩৭ বার টেস্টে এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়ে ধরে ফেললেন কিংবদন্তি শ্যেন ওয়ার্নের রেকর্ড।

অশ্বিনকে যোগ্য সঙ্গত করলেন রবীন্দ্র জাডেজা। বাঁহাতি স্পিনার নিলেন ৩ উইকেট। সব মিলিয়ে টেস্টে ২৯৯ উইকেট হয়ে গেল সৌরাষ্ট্রের ক্রিকেটারের। জয়ের জন্য ৫১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অল আউট হয়ে গেল ২৩৪ রানে। ব্যাটে সেঞ্চুরি, বল হাতে ৬ উইকেট - ম্য়াচের সেরা হয়েছেন অশ্বিনই।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram