IND vs PAK। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল? রোহিত-কোহলিদের বোর্ড কী শর্ত দিল?

Continues below advertisement

গুঞ্জন ছিল অনেক দিন ধরেই। ভারত টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জেতার পর এবার আরও জোরাল হল সেই সম্ভাবনা। পাকিস্তানের মাটিতে আয়োজিত হলে আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) খেলবে না ভারত (Team India)? ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে, জল্পনা নয়, হয়তো সত্যিই পাক-ভূমে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবেন না রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। তবে ভারতকে ছাড়া কোনও আইসিসি ইভেন্ট? কার্যত অকল্পনীয়। শুধু ভারতীয় দলের ম্যাচ আয়োজন করেই যে বিশাল অঙ্কের লাভ হয় বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার, অন্য কোনও দেশের ম্যাচ থেকে তার সিকিভাগও আসে না আইসিসি-র কোষাগারে। তাই ভারতীয় ক্রিকেট দলকে ছাড়া বড় টুর্নামেন্ট আয়োজন করা ক্রিকেটের নিয়ামক সংস্থার কাছে আর্থিকভাবেও বিরাট লোকসানের। আর সেই কারণেই ভারত চাইছে টুর্নামেন্ট একেবারে বয়কট না করে বিকল্প কিছু ভাবা হোক। আইসিসিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রস্তাব হল, শুধু পাকিস্তান নয়, হাইব্রিড মডেলে আয়োজিত হোক চ্যাম্পিয়ন্স ট্রফি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram