Sourav Ganguly। পরিবেশ রক্ষার বার্তা দেবে দাদার পুজো, সঙ্গে সৌরভ-দর্শনের সুযোগ। Durga Puja Exclusive
Continues below advertisement
১৯৭২ সাল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল দুর্গাপুজো (Durga Puja 2023)। সৌরভের জন্মের বছর থেকেই। দাদার বয়স আর বড়িশা প্লেয়ার্স কর্নারের (Barisha Players Corner) পুজোর বয়স সমানুপাতে বাড়ছে। পায়ে পায়ে এবার একান্ন। আর এ বছর দাদার (Indian Cricket Team) পুজোয় পরিবেশ রক্ষার বার্তা (Environment)। এবারের বিষয়ভাবনা ‘বোধ’। সর্বত্র বিশ্ব উষ্ণায়নের (Global Warming) রক্তচক্ষু। দূষণ-আতঙ্ক। সবুজ ধ্বংস করে গড়ে উঠছে কংক্রিটের জঙ্গল। বিজ্ঞানীদের আশঙ্কা, এভাবে চললে শীঘ্রই অস্তিত্বরক্ষার লড়াই করতে হবে মানবজাতিকে। বড়িশা প্লেয়ার্স কর্নারের এবারের দুর্গাপুজোয় দেওয়া হবে সচেতনতার বার্তা। মণ্ডপ নির্মাণ করেছেন সন্দীপ মুখোপাধ্যায়। প্রতিমাশিল্পী উৎপল ঘোষ। ঘুরে দেখল এবিপি লাইভ।
Continues below advertisement
Tags :
Sourav Ganguly Durga Puja BCCI Indian Cricket Team Barisha Players' Corner Durga Puja 2023 Exclusive