Dutee Chand Exclusive: সমকামী! সমাজ হেনস্থা করেছে, Supreme Court সম্মতি দিলেই বান্ধবীকে বিয়ে দ্যুতির

Continues below advertisement

ভারতের প্রথম মহিলা স্প্রিন্টার হিসাবে আন্তর্জাতিক মঞ্চে সোনা। পি টি ঊষার (PT Usha) ৩৬ বছর পর প্রথম কোনও মহিলা অ্যাথলিট হিসাবে অলিম্পিক্সের (Olympics) মূল পর্বে দৌড়েছিলেন। অর্জুন পুরস্কার (Arjuna Awardee) পেয়েছেন। সেই দ্যুতি চন্দের (Dutee Chand) জীবনে ঝড়-ঝাপ্টাও কম ওঠেনি। দেহে পুরুষ হরমোন বেশি থাকায় মহিলা ইভেন্টে নামতে দেওয়া হয়নি। আইনি লড়াই জিতে ট্র্যাকে নেমেছেন। ফের ডোপিংয়ের জন্য নির্বাসিত। চলছে আইনি যুদ্ধ। জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন বান্ধবী মোনালিসা দাসকে (Monalisa Das)। সমাজ হেনস্থা করেছে। প্রশ্ন তুলেছেন পরিবারের কেউ কেউ। দ্যুতি রাখঢাক করেন না। মোনালিসার সঙ্গেই থাকেন। সুপ্রিম কোর্ট (Supreme Court) সম্মতি দিলেই বিয়ে করবেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram