EURO 2020: ইউরো কাপ নিয়ে রোমের রাস্তায় টিম ইতালি, বাঁধভাঙা উচ্ছ্বাস
Continues below advertisement
ইউরোপ সেরার ট্রফি পৌঁছেছে রোমে। হুড খোলা বাসে কাপ পরিক্রমায় ইতালির (Italy) ফুটবলাররা। রাস্তায় মানুষের ঢল। উন্মাদনা, উচ্ছ্বাসের নীল সুনামি রোমের রাস্তায়।
এদিকে, জুনিয়র উইম্বলডনের (Wimbledon 2021) জিতলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার বাঙালি টেনিস প্লেয়ার সমীর বন্দ্যোপাধ্যায় (Samir Banerjee)। পাওয়া গেল তাঁর কলকাতা কানেকশন। উচ্ছ্বসিত কলকাতার মানুষজন, তাঁর পরিজনরা। রবিবার ঘাসের কোর্টে জুনিয়র উইম্বলডন খেতাব ফাইনালে মার্কিন টেনিস প্লেয়ার ভিক্টর লিলভকে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন তিনি। ১৭ বছরের এই প্রতিভাবান টেনিস প্লেয়ারের পক্ষে খেলার ফল ৭-৫, ৬-৩। খেতাব জয়ের পর এবিপি আনন্দকে সমীর বলেন, "খুবই কম প্রত্যাশা নিয়ে খেলতে নেমেছিলাম। সাফল্য পেয়ে ভাল লাগছে। কলকাতায় যাওয়ার ইচ্ছা রয়েছে।"
Continues below advertisement
Tags :
ABP Ananda Italy Football Euro Cup Rome ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Euro Cup Champion Road Show With Trophy Euro Cup