Asian Games : এশিয়ান গেমসের ষষ্ঠ দিনেও অব্যাহত ভারতের পদক-প্রাপ্তি | ABP Live Exclusive
Continues below advertisement
Asian Games 2023: এশিয়ান গেমসের ষষ্ঠ দিনেও ভারতের পদক-প্রাপ্তি অব্যাহত। একটি সোনা ও একটি রুপো ইতিমধ্যেই এসে গিয়েছে অর্ধেক দিন গড়াতেই। মোট ৬ টি সোনা, ৮ টি রুপো এবং ১০ টি ব্রোঞ্জ জিতে ভারতের ঝুলিতে এই মুহূর্তে মোট ২৪ টি পদক। যার জেরে এই মুহূর্তে এশিয়ান গেমসের পদকতালিকায় ৫ নম্বরে উঠে এসেছে ভারত।
Continues below advertisement