India vs Australia, SCG Test: টেস্টে প্রথম হাফ সেঞ্চুরি Shubman Gill-র, 'লম্বা রেসের ঘোড়া', দাবি সম্বরণের

Continues below advertisement
সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট। দিনের শেষে ভারতের স্কোর ৯৬/২। হাফ সেঞ্চুরি শুভমন গিলের (Shubman Gill)। টেস্টে প্রথম হাফ সেঞ্চুরি গিলের। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ৩৩৮ রানে শেষ। সেঞ্চুরি করেছে স্মিথ। ৪ উইকেট নিয়েছেন জাডেজা। এপ্রসঙ্গে ক্রিকেট বিশেষজ্ঞ সম্বরণ বন্দ্যোপাধ্যায় জানান, "খেলা এখন দুদিকেই আছে। ভারত ৫০ রানের লিড নিতে পারলেও সেটা ভারতের পক্ষে ভালো।" পাশাপাশি তিনি বলেন, "শুভমন গিলকে দেখে মনে হচ্ছে ও কিন্তু ভারতীয় ক্রিকেটের লম্বা রেসের ঘোড়া।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram