ABP News

India vs New Zealand: ইডেনে সানডে ব্লকব্লাস্টার নিয়ে চড়ছে পারদ, পিচ পরীক্ষা করে দেখলেন রাহুল দ্রাবিড় | Bangla News

Continues below advertisement

ক্রিকেট জ্বরে কাঁপছে কলকাতা। তৃতীয় টি-20 ম্যাচ খেলতে শহরে ভারত-নিউজিল্যান্ড দু’দলই। টিম হোটেল থেকে সোজা ইডেন গার্ডেন্সে কোচ রাহুল দ্রাবিড়। পরীক্ষা করে দেখলেন পিচ। স্পোর্টিং পিচ হবে, বলছেন পিচ কিউরেটর।

সিরিজ রোহিত শর্মার পকেটে। টিম ইন্ডিয়ার কোচ হিসেবে প্রথম সিরিজেই গুরু দ্রাবিড় টেন অন টেন। তবু, ইডেন ম্যাচ ঘিরে গোটা শহর জুড়ে যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে, তার আঁচ কলকাতায় পা দিয়েই টের পেয়েছে টিম ইন্ডিয়া। তবে, এখনও শুকোয়নি বিশ্বকাপ-ক্ষত। তাই বদলা হিসেবে হোয়াইট ওয়াশ করেই থামতে চায় রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। তাই, নজরে ইডেনের পিচ। 

এদিন দুপুরে কলকাতা এসে পৌঁছয় ভারত, নিউজিল্যান্ড দু’দলই। টিম হোটেল থেকে সটান ইডেনে গিয়ে হাজির রাহুল দ্রাবিড়। সঙ্গে দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর। পিচ পরীক্ষা করে দেখেন তাঁরা। আলোচনা হয় স্ট্র্যাটেজি নিয়েও। মিনিট পনেরো পর ইডেন ছাড়েন টিম ইন্ডিয়ার হেডস্যার। 

কেমন হতে চলেছে রবিবার ইডেনের পিচ? স্পোর্টিং পিচ হবে, বলছেন পিচ কিউরেটর। ইডেনের উইকেট পরিদর্শন করে শুক্রবারই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন বোর্ড প্রেসিডেন্ট স্বয়ং। স্পোর্টিং উইকেটে কি রোহিতদের পাশে জ্বলে উঠবেন সূর্যকুমার যাদব বা হর্ষল পটেলরা? রবিবার জবাবটা দেবে ইডেনের উইকেট। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram