India Vs Qatar 2022 WC Qualifiers: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে কাতারের বিরুদ্ধে ০-১ গোলে হার ভারতের

Continues below advertisement

প্রাক-বিশ্বকাপ পর্বে কাতারের বিরুদ্ধে ০-১ ব্যবধানে হার সুনীল ছেত্রী-র ভারতের। ৩৩ মিনিটে কাতারের জয়ে জয়সূচক গোল আবদেল আজিজের। বৃহস্পতিবার রাতে বিশ্ব ক্রমতালিকায় ভারতের থেকে অনেক এগিয়ে থাকা দলের বিরুদ্ধে প্রীতম কোটাল, শুভাশিস বসুরা যে লড়াই করলেন, তাতে ম্যাচ হারলেও ভারতের ফুটবল প্রেমীদের দিল জিতে নিয়েছেন তাঁরা। ১৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রাহুল ভেকে। ৭৩ মিনিট দশজনের ভারতকে পেয়ে ব্যবধান বাড়াতে পারেনি কাতার। তিন কাঠির নিচে অপ্রতিরোধ্য ভারতের গোলরক্ষক গুরপ্রীত। ম্যাচটা তো একটা সময় কার্যত গুরপ্রীত বনাম কাতার হয়ে দাঁড়িয়েছিল। ০-১ এর পরিবর্তে ০-৫ গোলে ভারত হারতে পারতো। গুরপ্রীত বেশ কয়েকটা নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা করেন

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram