Yuvraj Singh । নেহরার কাছে চাকরি চেয়ে পাননি, ভারতীয় দলের কোচ হতে চান যুবরাজ সিংহ? Team India

Continues below advertisement

Indian Cricket Team । ভারতের (Team India) জোড়া বিশ্বকাপ জয়ের নায়ক তিনি। তাঁর ছয় বলে ছয় ছক্কার ঝড় এখনও লোকের মুখে মুখে ফেরে। সেই যুবরাজ সিংহ (Yuvraj Singh) এবং নতুন ভূমিকায় হাজির হলেন কলকাতায় (Kolkata)। তাঁর প্রিয় দাদার (Sourav Ganguly) শহরে। শনিবার উদ্বোধন হল যুবরাজ সিংহের অ্যাকাডেমির। হাজির ছিলেন ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটার স্বয়ং। খুদে ক্রিকেটারদের ক্লাস নেওয়ার ফাঁকেই সময় দিলেন সংবাদমাধ্যমকে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) থেকে শুরু করে আইসিসি (ICC) টুর্নামেন্টে ভারতের ব্যর্থতা, রোহিত-হার্দিক দ্বন্দ্ব নিয়ে জল্পনা থেকে শুরু করে, বিরাট কোহলির (Virat Kohli) টি-টোয়েন্টি ভবিষ্যৎ, বায়োপিকে পছন্দের অভিনেতা, সব বিষয়েই খোলামেলা আড্ডা দিলেন যুবি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram