Achinta Sheuli: জাতীয় স্তরের ভারোত্তোলকের বিরুদ্ধে মহিলাদের হস্টেলে ঢুকে পড়ার অভিযোগ
Continues below advertisement
ABP Ananda LIVE: জাতীয় স্তরের ভারোত্তোলকের (Indian weightlifter) বিরুদ্ধে মহিলাদের হস্টেলে ঢুকে পড়ার অভিযোগ। বিতর্কে কমনওয়েলথে সোনাজয়ী ভারোত্তোলক অচিন্ত্য শিউলি (Achinta Sheuli। পাটিয়ালায় জাতীয় শিবিরে মহিলাদের হস্টেলে ঢুকে পড়ার অভিযোগ।জাতীয় শিবির থেকে বের করে দেওয়া হয় অচিন্ত্য শিউলিকে। প্যারিস অলিম্পিক্সেও সুযোগ পাবেন না অচিন্ত্য শিউলি। যোগাযোগের চেষ্টা করা হলেও অচিন্ত্য শিউলির প্রতিক্রিয়া মেলেনি।
Continues below advertisement