Achinta Shiuli: মহিলাদের হস্টেলে ঢুকে পড়ার অভিযোগ, বিতর্কে ভারোত্তোলক অচিন্ত্য শিউলি | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: জাতীয় স্তরের ভারোত্তোলকের বিরুদ্ধে মহিলাদের হস্টেলে ঢুকে পড়ার অভিযোগ । বিতর্কে কমনওয়েলথে সোনাজয়ী ভারোত্তোলক অচিন্ত্য শিউলি । পাটিয়ালায় জাতীয় শিবিরে মহিলাদের হস্টেলে ঢুকে পড়ার অভিযোগ । জাতীয় শিবির থেকে বের করে দেওয়া হয় অচিন্ত্য শিউলিকে । প্যারিস অলিম্পিক্সেও সুযোগ পাবেন না অচিন্ত্য শিউলি । যোগাযোগের চেষ্টা করা হলেও অচিন্ত্য শিউলির প্রতিক্রিয়া মেলেনি 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram