ABP Exclusive। চারপাশে বীভৎস দৃশ্য, ট্রেনে ভেসে আসছে পচা গন্ধ, ফুটবলের টানে বালিগঞ্জ থেকে ভুবনেশ্বরে

Continues below advertisement

কটূ গন্ধ নাকে যেতেই তাঁরা টের পেয়ে গিয়েছিলেন, 'অভিশপ্ত উপত্যকা' পেরচ্ছেন। অভিশপ্তই তো! একটা দুর্ঘটনা কেড়ে নিয়েছে ২৮৮ প্রাণ। এখনও নিখোঁজ অনেকে। বাহানাগা গ্রাম (Bahanaga Bazar)। ওড়িশার যে প্রত্যন্ত অঞ্চলে কার্যত জট পাকিয়ে গিয়েছিল করমণ্ডল (Coromandel Express) ও যশবন্তপুর এক্সপ্রেস (Yashwantpur Express) এবং একটি মালগাড়ি। এখনও ধ্বংসস্তুপের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কামরাগুলি (Orissa Train Accident)। গোটা এলাকায় দুর্গন্ধ।  তবু ফুটবলের টানকে অগ্রাহ্য করতে পারেননি তাঁরা। গৌতম ও বিয়াস বর্মন। শুধুমাত্র ফুটবলের (Football News) টানে উদ্বেগের রেল সফর করে বালিগঞ্জ থেকে ভুবনেশ্বরে পৌঁছে গিয়েছেন বাবা-ছেলে। ইন্টারকন্টিনেন্টাল কাপে (Inter Continental Cup) সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) সমর্থনে গলা ফাটাবেন বলে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram