আইপিএলে দিল্লি-পঞ্জাব ম্যাচে টানটান থ্রিলার, সুপার ওভারে জয় দিল্লির! দেখুন ম্যাচের ঝলক
Continues below advertisement
আইপিএলে দিল্লি-পঞ্জাব ম্যাচে টানটান থ্রিলার। নির্ধারিত সময়ে ম্যাচ টাই। এলিমিনেটর ওভারে জয় দিল্লি ক্যাপটালসের। কাজে এল না পঞ্জাবের হয়ে ময়াঙ্ক অগ্রবালের দুরন্ত ৮৯ রান। দেখে নেব ম্যাচের ঝলক।
চাপের মুখে মাত্র ৬০ বলে ৮৯ রান করে তিনিই ম্যাচে ফিরিয়েছিলেন কিংস ইলেভেন পঞ্জাবকে। তবু সুপার ওভারে নামানো হল না ময়ঙ্ক অগ্রবালকে। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে নির্ধারিত ২০ ওভারে টাই হয়ে যাওয়া ম্যাচে পঞ্জাবের হয়ে সুপার ওভারে ব্যাটিং করলেন কে এল রাহুল, নিকলাস পুরান ও গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র ২ রানে বরাদ্দ ২ উইকেট হারিয়ে বসল পঞ্জাব। আইপিএলের ইতিহাসে সুপার ওভারে সবচেয়ে কম রান এটাই। মাত্র তিন বলে সেই রান পেরিয়ে ম্যাচ জিতল দিল্লি।
চাপের মুখে মাত্র ৬০ বলে ৮৯ রান করে তিনিই ম্যাচে ফিরিয়েছিলেন কিংস ইলেভেন পঞ্জাবকে। তবু সুপার ওভারে নামানো হল না ময়ঙ্ক অগ্রবালকে। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে নির্ধারিত ২০ ওভারে টাই হয়ে যাওয়া ম্যাচে পঞ্জাবের হয়ে সুপার ওভারে ব্যাটিং করলেন কে এল রাহুল, নিকলাস পুরান ও গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র ২ রানে বরাদ্দ ২ উইকেট হারিয়ে বসল পঞ্জাব। আইপিএলের ইতিহাসে সুপার ওভারে সবচেয়ে কম রান এটাই। মাত্র তিন বলে সেই রান পেরিয়ে ম্যাচ জিতল দিল্লি।
Continues below advertisement