আইপিএল বাতিলের দাবিতে মাদ্রাজ হাইকোর্টে জনস্বার্থ মামলা, করোনা-আতঙ্কে অনিশ্চয়তা আরও বাড়ল
Continues below advertisement
করোনা-আতঙ্কের জেরে ১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত টুরিস্ট ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেক্ষেত্রে আইপিএলে বিদেশি ক্রিকেটারেরা খেলতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রের নির্দেশিকা আমরা পেয়েছি। বিদেশি ক্রিকেটারদের ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই এদেশে খেলতে এসেছে দক্ষিণ আফ্রিকা। আইপিএল পর্যন্ত তাদের রেখে দেওয়ার চেষ্টা করছে ফ্র্যাঞ্চাইজগুলি, জানিয়েছে বোর্ডের একটি সূত্র। এদিকে, আইপিএল বাতিলের দাবিতে মাদ্রাজ হাইকোর্টে যে জনস্বার্থ মামলা হয়েছে, তার প্রেক্ষিতে বোর্ডের মতামত জানতে চেয়েছে আদালত।
Continues below advertisement