অলিম্পিক্স পিছোনর কোনও পরিকল্পনা নেই, জানিয়ে দিলেন টোকিওর গভর্নর ইউরিকো কোইকে

Continues below advertisement

করোনা-আতঙ্কে ইতিমধ্যেই চিনে বাতিল হয়েছে একের পর এক প্রি-অলিম্পিক্স ইভেন্ট। বাতিল বিভিন্ন দেশের অলিম্পিক্স কোয়ালিফায়ারও। কিন্তু, অলিম্পিক্স পিছোনর কোনও পরিকল্পনা নেই, জানিয়ে দিলেন টোকিওর গভর্নর ইউরিকো কোইকে। ২৪ জুলাই থেকে ৯ অগাস্ট পর্যন্ত টোকিও অলিম্পিক্স হওয়ার কথা। এর মধ্যেই গ্রিসে এদিন জ্বালানো হল অলিম্পিক্স মশাল। করোনা সতর্কতা হিসেবে প্রায় খালি রাখা হল স্টেডিয়াম।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram