IPL Final 2024: মা হাসপাতালে, প্র্যাক্টিসে ছক্কার ঝড়, ফাইনালে কেকেআরের নায়ক হতে পারেন আফগান তরুণ
১২ বছর আগে মে মাসের এক রাত। কলকাতা নাইট রাইডার্স (KKR) আর আইপিএল (IPL 2024) ট্রফির মাঝে দাঁড়িয়েছিল প্রবল পরাক্রমী চেন্নাই সুপার কিংস (CSK)। মহেন্দ্র সিংহ ধোনিদের (MS Dhoni) বিরুদ্ধে ২০১২ সালের ২৭ মে-র সেই ফাইনালে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন কেকেআরের উইকেটকিপার মনবিন্দর সিংহ বিসলা (Manvinder Bisla)। চেন্নাইয়ের এম এ চিদম্বরম (Chepauk Stadium) স্টেডিয়ামে তাঁর ৮৯ রানের বিধ্বংসী ইনিংসের সুবাদে ধোনিদের (MS Dhoni) ৫ উইকেটে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর (Kolkata Knight Riders)। ১২ বছর পর ২৬ মে সেই চিপক স্টেডিয়ামেই ফের একবার আইপিএল ফাইনাল খেলতে নামছে কেকেআর। আর সেই ফাইনালেও কাকতালীয়ভাবে কেকেআরের তুরুপের তাস হয়ে উঠতে পারেন এক উইকেটকিপারই। রহমানউল্লাহ গুরবাজ় (rahmanullah gurbaz)। যিনি কোয়ালিফায়ার ওয়ানে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাটিং ঝড়ের পূর্বাভাস দিয়ে রেখেছেন। রবিবার ফাইনালে গুরবাজ কি ১২ বছর আগের বিসলা হয়ে উঠতে পারবেন?