প্রয়াত কিংবদন্তি ফুটবলার পি কে বন্দোপাধ্যায়, নিঃস্ব-রিক্ত কলকাতা ময়দান, ভারতীয় ফুটবল
Continues below advertisement
প্রয়াত পিকে বন্দ্যোপাধ্যায়। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে প্রয়াত হন প্রাক্তন ফুটবলার ও কোচ। বয়স হয়েছিল ৮৩ বছর। নিঃস্ব-রিক্ত হল কলকাতা ময়দান, ভারতীয় ফুটবল। গত ৭ ফেব্রুয়ারি থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ছিলেন ভেন্টিলেশনে। গত সোমবার থেকে তাঁর অবস্থার অবনতি হয়। এদিন সকালে তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হয়। দুপুর দুটো আট মিনিটে প্রয়াত হন তিনি।
Continues below advertisement
Tags :
P.K. Banerjee Dies Football Cach P.K. Banerjee Death P.K. Banerjee Death News Indian Footballer Asian Games PK Banerjee Abp Ananda