IPL 2023: তরুণ প্রতিভা থেকে আইপিএলের সফলতম অধিনায়ক, ৩৬-এ পা দিলেন 'হিটম্যান' রোহিত
Continues below advertisement
আইপিএলের সর্বকালের সফলতম অধিনায়ক তিনি। অধিনায়ক হিসাব পাঁচবারসহ মোট ছ'বার আইপিএল জেতার কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। সেই রোহিত শর্মাই আজ ৩৬-এ পা দিলেন। আজই আবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্য়াচটি পল্টন অধিনায়কের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বার্থডে বয় রোহিত দিনকয়েক কয়েক আগেই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবেও এক দশক পূর্ণ করেছেন। এই উপলক্ষ্যে রবিবারের ম্যাচটি দলের অধিনায়ককে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট।
Continues below advertisement
Tags :
Mumbai Indians Rohit Sharma Bangla News Bangla News Live Sports News IPL T20 ABP Ananda Digital ABP Ananda IPL ABP Ananda Bengali News IPL 2023