ODI World Cup। রবিবার বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত, সামনে অস্ট্রেলিয়া, তার আগে গিল-রহস্যে তোলপাড়
Continues below advertisement
এক দল ওয়ান ডে-তে বিশ্বের সেরা। আর এক দল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। রবিবার বিশ্বকাপে (ODI World Cup) একে অপরের বিরুদ্ধে খেলে অভিযান শুরু করছে সেই ভারত ও অস্ট্রেলিয়া (Ind vs Aus)। তবে চেন্নাইয়ের (Chennai) এম এ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium) ম্যাচের আগে রহস্য শুভমন গিলকে (Shubman Gill) নিয়ে। ডেঙ্গি আক্রান্ত পাঞ্জাবের ক্রিকেটার। কিন্তু ভারতীয় শিবির (Indian Cricket Team) থেকে বলা হচ্ছে, এখনও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে শুভমনের খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ম্যাচের আগের দিনও একই কথা বলেছেন। যদিও বিশ্বস্ত সূত্র থেকে জানা যাচ্ছে গিলকে নিয়ে সম্পূর্ণ অন্য ছবি।
Continues below advertisement
Tags :
IND Vs AUS India Vs Australia Shubman Gill Pat Cummins India Vs Afghanistan ODI World Cup ROHIT SHARMA MA Chidambaram Stadium