ODI World Cup। ৩৬ বছরের অভিশাপ কাটল, কেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয় এত স্পেশ্যাল? ABP Ananda Live

Continues below advertisement

ভারতীয় ক্রিকেটমহলে (Indian Cricket Team) এখন সবচেয়ে খুশি ব্যক্তি কে? রোহিত শর্মা (Rohit Sharma)? নাকি কপিল দেব (Kapil Dev)? কিংবা মনিন্দর সিংহ? অস্ট্রেলিয়াকে (Ind vs Aus) ৬ উইকেটে হারিয়ে কাপ বোধনেই ৩৬ বছর পুরনো অভিশাপ থেকেও মুক্ত হল ভারতীয় ক্রিকেট। ১৯৮৭ সালের বিশ্বকাপ (ODI World Cup)। চেন্নাইয়ে অ্যালান বর্ডারের অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল কপিল'স ডেভিলস নামে বিখ্যাত হয়ে ওঠা সেই ভারতীয় দল। আর জেফ মার্শের সেঞ্চুরির দাপটের পরে নভজ্যোৎ সিংহ সিধু, কৃষ্ণমাচারি শ্রীকান্তদের লড়াই সত্ত্বেও মাত্র ১ রানে হেরে গিয়েছিল ভারত। মনিন্দর সিংহ স্টিভ ওয়র বলে আউট হয়ে যেতেই স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। সেটা ছিল ১৯৮৭-র ৯ অক্টোবর। আর রবিবার ৩৬ বছর পরের ফের এক অক্টোবর। ৮ অক্টোবর। কোহলি-রাহুলের (Virat Kohli) (KL Rahul) ব্যাটের দাপটে অস্ট্রেলিয়াকে ৫২ বল বাকি থাকতে হারাল ভারত। রোহিতদের বিশ্বকাপ অভিযান শুরু হল জয় দিয়ে। যে জয় কপিল-মনিন্দরদের ৩৬ বছরের ক্ষতে প্রলেপ দেবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram