Vivek Prasad Exclusive: হকিতে চক দে! ভিডিও কলে মায়ের আশীর্বাদ নিয়ে বেলজিয়াম যুদ্ধে নামবেন বিবেক
বাবা স্কুলশিক্ষক। কড়া ধাঁচের মানুষ। বাড়ির ছোট ছেলেকে সারাক্ষণ বলতেন, 'খেলাধুলো করে কী হবে, পড়াশোনা করো। খেলাধুলো নিয়ে পড়ে থাকলে কেরিয়ার তৈরি হবে না। ভাল করে পড়াশোনা করে বড় হয়ে চাকরির চেষ্টা করতে হবে।' একরত্তির অবশ্য বাবার ফতোয়া শুনতে ভাল লাগত না। অপেক্ষা করত, কখন বাবা স্কুলে যাবেন, আর সে বেরিয়ে পড়বে হকি স্টিক নিয়ে। সারাদিন খেলার পর সন্ধ্যায় বাবা আসার আগে বাড়ি ফিরে পড়তে বসে যেত। বাবা ঘুণাক্ষরে টেরও পেতেন না যে, ছেলে সারাদিন হকি খেলে ফিরেছে। সেদিনের সেই একরত্তির বয়স এখন ২১। মঙ্গলবার সকালে ৪৯ বছর পর অলিম্পিক্স হকির সেমিফাইনাল খেলতে নামছে ভারত। আর বেলজিয়ামের বিরুদ্ধে শেষ চারের ম্যাচে জাতীয় দলের অন্যতম ভরসা, মিডফিল্ডার বিবেক সাগর প্রসাদ। ভারত-বেলজিয়াম দ্বৈরথ নিয়ে উত্তেজনায় ফুটছেন সেদিনের সেই স্কুলশিক্ষক রোহিত প্রসাদ। সেমিফাইনালের আগে এবিপি লাইভের এক্সক্লুসিভ প্রতিবেদন।