Mir Ranjan Negi Exclusive: সেমিফাইনালে ফিটনেস আর সংকল্পে এগিয়ে রানি-গুরজিৎরা, বলছেন চক দে ইন্ডিয়া-খ্যাত নেগি

Continues below advertisement

টোকিও অলিম্পিক্সে ইতিহাস গড়ে প্রথমবার সেমিফাইনালে পৌঁছেছে ভারতের মহিলা হকি দল। বুধবার শেষ চারে রানি রামপালদের প্রতিপক্ষ আর্জেন্তিনা। এই ম্যাচে কারা এগিয়ে, ভারতের সেরা অস্ত্র কে, অঘটন ঘটিয়ে প্রথমবার ফাইনালের যোগ্যতা ছিনিয়ে নিতে পারবেন ভারতের মহিলারা, এবিপি লাইভ-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিশ্লেষণ করলেন "চক দে ইন্ডিয়া"-খ্যাত মীর রঞ্জন নেগি। সিনেমার কবীর খান ওরফে শাহরুখ খানের মতো করেই জয়ের মন্ত্র দিলেন ভারতের মহিলা হকি খেলোয়াড়দের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram