Mirabai Chanu gets silver: টোকিও অলিম্পিক্সে প্রথম পদক ভারতের, ভারত্তোলনে রুপো চানুর

Continues below advertisement
২১ বছরের অপেক্ষার অবসান! কর্ণম মালেশ্বরীর পর ফের ভারোত্তোলনে অলিম্পিক্স পদক! টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) ভারোত্তোলনে রুপো জিতলেন মীরাবাঈ চানু (Mirabai Chanu)। মহিলাদের ৪৯ কেজিতে অলিম্পিক্স পদক জিতলেন তিনি। ভারত্তোলনে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২০২ কেজি ওজন তুলে রুপো জিতলেন মীরাবাঈ চানু। মহিলাদের ৪৯ কেজি বিভাগে প্রথমে স্ন্যাচে ৮৭ কেজি ওজন তোলেন ভারতীয় ভারত্তোলক। পরে ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৫ কেজি ওজন তোলেন তিনি। সব মিলিয়ে ২০২ কেজি ওজন তোলেন মীরাবাঈ চানু।
 
ক্লিন অ্যান্ড জার্কে ১১৭ কেজি তোলার চেষ্টা করেছিলেন মীরাবাঈ চানু। কিন্তু ব্যর্থ হন। তবু রুপোর পদক জয় নিশ্চিত করে ফেলেন তিনি। ৪৯ কেজি বিভাগে সোনা জিতলেন চিনের হাউ ঝিহুই। স্ন্যাচে ৯৪ কেজি ওজন তুলে অলিম্পিক্স রেকর্ড গড়েন তিনি। ক্লিন অ্যান্ড জার্কে ১১৬ কেজি ওজন তুলেও অলিম্পিক্সে নতুন রেকর্ড গড়েন তিনি। সব মিলিয়ে ২১০ কেজি ওজন তোলেন চিনের ভারত্তোলক। যা অলিম্পিক্স রেকর্ড।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram