Paris Olympic 2024: অলিম্পিকে বাংলা থেকে অংশ নিয়েছেন তিনজন, বাংলায় রয়েছে পরিকাঠামোর অভাব?
Olympic 2024: শুরু হয়ে গেছে প্যারিস অলিম্পিক্স। বাংলা থেকে মাত্র ৩ জন অংশগ্রহণ করেছেন প্রতিযোগিতায়।বর্তমানে বাংলার বাইরেই প্রশিক্ষণ নেন এই তিনজন। তবে কি বাংলায় সঠিক পরিকাঠাোমর অভাব? বাংলার প্রশিক্ষণ বিশ্বস্তরের প্রতিযোগিতার জন্য যথেষ্ট নয়? উঠেছে প্রশ্ন। মোদির নীতি আয়োগের বৈঠকে মমতার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ। মাঝপথেই বেরিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলা নিয়ে বঞ্চনার কথা বলতেই মাইক বন্ধ। বিজেপির মুখ্যমন্ত্রীদের বলতে দেওয়া হলেও মাত্র ৫ মিনিট দেওয়ার অভিযোগ মমতার। বক্তব্যের মাঝপথেই মাইক বন্ধ করার অভিযোগ মমতার, খারিজ কেন্দ্রের। বলতে বাধার অভিযোগে মোদির নীতি বৈঠক থেকে ওয়াকআউট মমতার। মিথ্যে বলতে অজুহাত, পাল্টা নির্মলা সীতারমণ। নাটক-কটাক্ষ বাম-কংগ্রেসের। বাংলার অপমান, পাল্টা তৃণমূল। হাসপাতালে চত্বরে বেআইনি পার্কিং, ঢুকতেই পারল না অ্যম্বুল্যান্স, মৃত্যু সদ্যোজাতর! আলিপুরদুয়ার হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে নিতে যেতে দেরি হওয়ায় শিশুমৃত্যুর অভিযোগ। ইমার্জেন্সি থেকে মাদার অ্যান্ড চাইল্ড হাবে যাওয়ার পথে অবৈধ পার্কিং। ABP Ananda Live