Vinesh Phogat: 'আন্তর্জাতিক কুস্তি সংস্থার কাছে অভিযোগ জানানো হয়েছে', জানালেন ক্রীড়ামন্ত্রী

Continues below advertisement

ABP Ananda Live: ১০০ গ্রাম ওজন বৃদ্ধির জন্য অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন ভিনেশ ফোগত। 'আন্তর্জাতিক কুস্তি সংস্থার কাছে অভিযোগ জানানো হয়েছে'। 'প্রধানমন্ত্রী IOA-র চেয়ারপার্সন পি টি ঊষার সঙ্গে কথা বলেছেন'। 'ভিনেশকে সবরকম সাহায্য করা হচ্ছে'

শুধু প্যারিসের রিংয়ে নয়, লড়াই টা তো চলছিল গত কয়েক বছর ধরে। ভারতীয় কুস্তি সংস্থার তৎকালীন প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিংহের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতনের অভিযোগে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন ভিনেশ। ঝড়, জল উপেক্ষা করে যন্তর মন্তরে সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের সঙ্গে প্রতিবাদ আন্দোলন করে গিয়েছেন মাসের পর মাস। প্রশাসনের রক্তচক্ষু, পুলিশের লাঠির বাড়িও টলাতে পারেনি তাঁর আত্মপ্রত্যয়। ভিনেশদের আন্দোলনের জেরে গদি ছাড়তে হয় ব্রিজ ভূষণকে। যদিও কুস্তি সংস্থার ক্ষমতা তাঁর কুক্ষিগত থেকেই গেছে। এই বিতর্ক-আন্দোলন প্রভাব ফেলেছিল অলিম্পিক্সের প্রস্তুতিতেও। তবুও দাঁতে দাঁত চেপে লড়ে প্যারিসের যোগ্যতা অর্জন করেছেন ভিনেশ। প্যারিস অলিম্পিক্সের রিংয়ে তিনি অপ্রতিরোধ্য। টোকিওর সোনাজয়ীকে বধ করে শুরু। গতকালই রুপো নিশ্চিত করেছেন। আজ কি তাঁর হাত ধরে আসবে সোনা? আশায় বুক বাঁধছে গোটা দেশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram