Snehasish Ganguly Summoned:টিকিটের কালোবাজারিকাণ্ডে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে তলব কলকাতা পুলিশের।ABP Ananda LIVE
Continues below advertisement
টিকিটের কালোবাজারিকাণ্ডে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে তলব করল কলকাতা পুলিশ। ইডেন গার্ডেন্সে বিশ্বকাপে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্য়াচের টিকিটের কালোবাজারিকাণ্ডে তলব করা হল তাঁকে। নোটিস পাঠিয়ে ২৪ ঘণ্টার মধ্য়ে তাঁকে ময়দান থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যাপ্ত আসন থাকা সত্ত্বেও কী করে টিকিটের কালোবাজারি হচ্ছে তা জানতেই তলব বলে পুলিশ সূত্রে খবর। টিকিটের কালোবাজারিকাণ্ডে গতকাল নতুন করে ৪টি এফআইআর দায়ের হয়েছে। একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে ১১জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। তল্লাশি অভিযানে ৭৫টি টিকিট উদ্ধার হয়েছে। অনলাইন টিকিট বিক্রিতেও প্রতারণার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বেটিং র্যাকেটের বিরুদ্ধে পদক্ষেপ নিক কলকাতা পুলিশ এক্স হ্যান্ডলে জানিয়েছেন সাংসদ সুখেন্দুশেখর রায়।
Continues below advertisement
Tags :
ICC World Cup 2023 Eden Gardens Stadium Snehasish Ganguly Summoned Ticket Black In India Vs South Africa Match